সোমবার, ২৩ মে ২০২২, ০৪:৫৬ পূর্বাহ্ন
রোজার ঈদ
রেজাউল করিম রোমেল
রোজার মাসের রোজা শেষে
আবার এলো ঈদ,
এই খুশিতে খোকা খুকুর
নেইতো কোনো নিদ।
সেমাই খেয়ে ঈদের নামায
পড়তে যাবো সবাই,
ঈদের নামায পড়ে এসে
বোনাস নেব সবাই।
নানা বাড়ি দাদা বাড়ি
যাব আমরা ঘুরতে,
ঈদের এমন খুশির দিনে
পারবেনা কেউ রুখতে।
Leave a Reply