রবিবার, ২২ মে ২০২২, ০৪:১৩ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
এখন আর অবিশ্বাস জাগে না হয়তো কারও কারও। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই তো এমন কিছু দেখার সম্ভাবনা। বার্নাব্যুতে কাল ৩-১ গোলে হেরে ম্যানচেস্টার সিটি বাদ পড়ে যাওয়ার পর ভলফসবুর্গ তাই একটি মিম শেয়ার দিয়েছে।
২০১৬ সালে বার্নাব্যুতে এমন জাদুকরি রাতে কোয়ার্টার ফাইনালে হেরেছিল জার্মান ক্লাবটি। ম্যানচেস্টার সিটির কেমন লাগছে, সে অনুভূতি যে তাদের জানা, সেটাই বোঝানো হয়েছে মিম দিয়ে। যে অভিজ্ঞতা এই মৌসুমেই পেয়েছে পিএসজি ও চেলসি।
কাল চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনটা তবু অন্য মাত্রা পেয়েছে। ৮৯ মিনিট পর্যন্ত ২ গোল ব্যবধানে পিছিয়ে থাকার পরও জয় এর একটি কারণ। আরেকটি কারণ, প্রত্যাবর্তনের জন্য বিখ্যাত হয়ে যাওয়া এক দল হলেও এমন প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
: রয়টার্স
Leave a Reply