সোমবার, ২৩ মে ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন
এভাবেই ভালোবেসো আমায়
রিতুনুর
ঢেউয়ের পরে ঢেউ যখন
আছঁড়ে পড়ে তীরে
আমার তখন ব্যস্ত সময় রাজনৈতিক
মিছিলের ভিড়ে।
তবু বন্ধু আমায় তোমরা
স্মরণ করে যাও।
সময় অসময়ে আমায় কাছে
পাও বা না পাও।
তোমাদের প্রেমে আমি তাই
পড়েছি ধীরে ধীরে,
চুপিচুপি দোয়া করি বাহির থেকে এসে
আমার শান্তির নীড়ে।
তোমাদের জন্য আনবো
একদিন আকাশের যতো নীল
তোমাদের জন্য আনবো ধরে
উড়ন্ত গাংচিল।
যতো দূরে যাও তোমরা
আমায় মনে রেখো
সাদা মনে চিরকাল আমায় ভালোবেসো।।
Leave a Reply