রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৪:২৩ পূর্বাহ্ন
ওমর ফারুক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আত্রাই নদীতে ড্রেজার পরিচালনা বন্ধকরনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,মান্দা উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের পাশ দিয়ে আত্রাই নদী প্রবাহিত। উক্ত নদীর কিনারার রাস্তা (বাঁধ) দিয়ে হাজার হাজার লোকজন এবং যানবাহন চলাচল করে থাকে। এটি অত্র এলাকার একটি জনগুরুত্বপূর্ন রাস্তা।
বর্তমানে উক্ত নদীর পাঠাকাটা/আঁয়াপুর ঘাটের উত্তর পার্শ্বে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত এলাকায় নদীতে ৩ টি ড্রেজার মেশিন স্থাপন করে নদীর বাঁধের রাস্তার ধার ঘেঁষে অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। যেনো দেখার কেউ নেই!
এতে করে নদীর বাঁধের সরকারী রাস্তটি নদী গর্ভে বিলীনসহ ব্যাপক ক্ষতির শঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।
যেকোনো সময় অত্র এলাকার নদীর বাঁধ এবং বাঁধের রাস্তাটি ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে বলে তাদের ধারনা।বর্ষাকালে উক্ত রাস্তাটি ভেঙ্গে গেলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়বে। এমনকি গরু,ছাগল, হাঁস,মুরগীসহ বাড়িতে রাখা মালামাল বন্যার পানিতে তলিয়ে যাবে।
নদীর বাঁধ দিয়ে আঁয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচল করতেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন ভুুক্তভোগীরা।
এমতাবস্থায় উক্ত ড্রেজারগুলো দিয়ে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করা একান্ত আবশ্যক বলে মনে করছেন সচেতন এলাকাবাসী।
বিষয়টি বিবেচনায় এনে অত্র এলাকায় বসবাসকারী জনসাধারণের জান মালের নিরাপত্তা নিশ্চিতসহ আবাদী জমির ফসল রক্ষা, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাবস্থা উন্নত করনে দ্রুত রাস্তাটি সংস্কারকরন এবং সরকারী রাস্তাটি রক্ষার্থে পাঠাকাটা পারের ঘাট হতে দেড় কিলোমিটার পর্যন্ত এলাকায় যেনো কোন প্রকার ড্রেজার মেশিন পরিচালিত না হয় সে দিকে লক্ষ রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।
এঘটনায় স্থানীয় এলাকাবাসীদের সাক্ষরিত জেলা প্রসাশক, নওগাঁ বরাবর দায়েরকৃত অভিযোগের অনুলিপি সদয় অবগতি এবং প্রয়োজনীয় কার্যার্থে মান্দা উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ড নওগাঁর নির্বাহী প্রকৌশলী, সহকারি কমিশনার (ভূমি) মান্দা ও মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) এবং ২ নং ভালাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দপ্তরে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply