সোমবার, ২৩ মে ২০২২, ০৪:২৩ পূর্বাহ্ন
দিলীপ কুমার দাস জেলা প্রতিনিধি ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুরে রাজ গৌরীপুর আন্ত:ব্যাচ ক্রিকেটের ৫ম আসর শুরু বুধবার। এ আয়োজন উপলক্ষে সকল ধরণের প্রস্তুতি শেষ হয়েছে । শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও আর.কে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।
২০২২ সালের রাজ গৌরীপুর আন্ত:ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ২০০২ ও ২০০৩ ব্যচ।এসয় ২০০৫ ব্যাচের টাইগার দলের সকলকে আর,কে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতি পরবর্তী সময়ে সদস্যদের মাঝে বিরুয়ানী বিতরন করতে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন -হাক্কেল মুনসী,শুভ,সোহেল,সোহান,মানিক,ইন্দ্র, আমির বাবু, শ্রীকান্ত,লিমন,মনিম,রাজিব,রবিন ও গোপাল প্রমুখ।
Leave a Reply