মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০১:৩৪ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত। এছাড়া একই সময়ে সারা দেশে আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জনে। বাংলাদেশে এরচেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সেই মহামারীর শুরুর দিকে, ২০২০ সালের ২ এপ্রিল, সেদিন দুজন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। । এছাড়া আজ শনাক্তের হার শূন্য দশমিক ১৮ শতাংশ।
বৃহস্পতিবার (৫ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করে দেশের ৬৪ জেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে তিনজন ঢাকার একজন কক্সবাজারের বাসিন্দা। গত একদিনে ভাইরাসটি থেকে ২৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জন।
Leave a Reply