শুক্রবার, ২০ মে ২০২২, ০৭:১৫ অপরাহ্ন
ঈদ আনন্দ
বিবি ফাতেমা
ঈদ এসেছে ঘরে ঘরে
পবিত্র রমযান পেরিয়ে
আনন্দে, উল্লাসে মাতবে সবাই
খুশির আমেজ নিয়ে।
দূর গগনে চাঁদের হাসিতে
গাইবে সাম্যের গান
ধনী,গরীব, উঁচু,নীচু
ঈদে সবাই সমান।
থাকবে না’ক দ্বিধা সংঘাত
নেই আপন পর
স্রষ্টার বিধানে মিশবে সবাই
এসেছে ঈদুল ফিতর।
অসহায়ের পাশে মানুষ দাঁড়াবে
থাকবে না চোখেজল
এতিমদের মুখে হাসি ফুটবে
থাকবে সাহস বল।
মিষ্টি মুখে মিষ্টি কথায়
সকলে সেমাই খাবে
নতুন জামা পড়ে সবাই
ঈদগাহে সালাতে যাবে।
এই আনন্দ যেন সবার
নেই কোন বৈষম্যতা
সকল ধর্মের মানুষের রইবে
ঈদে পালনে একত্মতা।
উষর মনেও রইবে না’ ক
কোন ধূসর মরুচর
অটুট অক্ষুন্ন সাহসের হবে
উৎফুল্ল ঈদুল ফিতর।
সার্থক হবে মাহে রমযান।
খুশির এ মহাতান
ঈদুল ফিতরে আত্মশুদ্ধি মিলবে
বিশ্ববুকে রবে চিরঅম্লান।
Leave a Reply