মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০১:৩৫ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
বেশি দাম ভোজ্যতেল বিক্রির দায়ে ১৫ ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ মে) মৌলভীবাজারের জেলা শহরের পশ্চিম বাজার, টিসি মার্কেট, কোর্ট বাজার ও চাঁদনীঘাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি রায়, অর্ণব মালাকার, শাহীন দেলোয়ার ও সৈয়দ সাফকাত আলী এবং জেলা পুলিশের একটি টিম। ম্যাজিস্ট্রেট ঊর্মি রায় বলেন, ধার্য করা দামের চেয়েও বেশি দামে ভোজ্যতেল বিক্রি করায় এবং নিয়মানুযায়ী সরবরাহ না করার অপরাধে ১৫ ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। ঈদের পরও অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply