বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৮:৪৭ অপরাহ্ন
শুভ সকাল
খালেদা বেগম লাভলী
আমিতো নই সকাল বেলার পাখি,
তবু সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আমি জাগি।
ফজরের নামাজ আদায় করে বেলকুনিতে দাঁড়াই,
হালকা আলোয় সবুজ গাছের পাতার দিকে তাকাই।
মুগ্ধ আবেশে তিলওয়াত করি সূরা ‘ আর রহমান ‘,
” ফাবিয়া আইয়ে আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান “।
এমন সুর ও ছন্দে পাবে না আর কবিতা বা কোন গান।
ধীরে ধীরে পুব আকাশে সূর্য্যি মামার আভা ;
পৃথিবীটাকে রাঙিয়ে দিয়ে হাসির ঝলক ছড়ায়,
প্রথম দেখা সূর্যের আলো মনকে আমার ভরায়।
পাখীর কলকাকলীতে ভরে ওঠে পৃথিবী,
একটু পরেই মুখর হবে দোকান, রাস্তা সবই।
অবাক করা পৃথিবীটায় আলোর ছড়াছড়ি,
সংবাদপত্র হাতে তখন হকারের বাড়াবাড়ি।
সেই কখন থেকে দরজার কড়া করছে নাড়ানাড়ি।
সংবাদপত্রে মুখ রেখেই চোখ কপালে তোলে,
লাগত ভাল চায়ের সাথে গাঁয়ের মুড়ি হলে।
এসব কথা আড় চোখেতে তাকিয় সাহেব বলে।
কর্মব্যস্ত হাতদুটি মোর করছে তাড়াহুড়া,
রান্না শেষে তৈরী হয়ে অফিস যাওয়ার তাড়া।
সীট না পেয়েও অনায়াসেই মিটাই বাসের ভাড়া।
প্রতিটি সকাল এমনই কাটে, ছুটির দিনটা ছাড়া,
শুক্রবার এলেই তাই আনন্দে আত্মহারা।
জোয়ারের সময় পাণকৌঁড়ির মত
করতাম জলকেলি।
কত দুষ্টুমি, কত মারামারি,
এসেছি পিছনে ফেলি।
এসব স্মৃতি মনের কোঠায়
রেখেছি বন্ধি করে।
কখনো কখনো স্বেচ্ছায় তারা
ফিরে আসে বারে বারে।
নদীর কিনারে আজও যদি দাঁড়াই
কোন এক সন্ধ্যাবেলা।
অস্তগামী সূর্যের রক্তিম আভায়
ফিরে পাই ছেলেবেলা।
তোমার অমৃত সুধা পান করে
বেড়ে উঠেছি এই আমি।
তোমায় ঘিরেই শৈশব -কৈশোর,
যৌবনও মোর ঋণী।
যেখানেই থাকি চক্ষু মুদিলেই
ভেসে ওঠে সেই স্মৃতি।
Leave a Reply