রবিবার, ২২ মে ২০২২, ০৪:৩৭ অপরাহ্ন
দিলীপ কুমার দাস:
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড. সামিউল আলম লিটন (৫১) আর নেই। মস্তিষ্কে রক্ত ক্ষরণ পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ এপ্রিল) সন্ধা ৬ টার দিকে মৃত্যুবরন করেন । আওয়ামী লীগের এই নেতার আকস্মিক অকাল মৃত্যুতে গৌরীপুর -সহ ময়মনসিংহের আপামোর জনতা ও রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সামিউল আলম লিটন শনিবার দুপুরে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে বারুয়ামারী এলাকায় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য সামিউল আলম লিটন গৌরীপর তথা ময়মনসিংহবাসীর অতি পরিচিত মুখ ছিলেন। তিনি ছিলেন বহু মানবীয় গুনাবলীর অধিকারী। তার দৃষ্টান্ত তিনি গৌরীপুরবাসীর নিকট রেখেগেছেন। সকল রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে শত ব্যস্ততার মাঝেও উপস্থিত থাকতে আপ্রাণ চেষ্টা করতেন। আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি ময়মনসিংহ-৩ তথা গৌরীপুর আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করে আসছিলেন।
Leave a Reply