রবিবার, ২২ মে ২০২২, ০৫:০৪ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে ডাক পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালে। শুক্রবার (২৯ এপ্রিল) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার কারণে দলে ডক পেলেন তিনি। এই মিডল অর্ডার ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেট আলো ছড়াতে পারেননি। তবুও টেস্ট দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক। সব শেষে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২০১৯ সালের সেপ্টেম্বরে টেস্ট খেলেছিলেন মোসাদ্দেক। প্রায় আড়াই বছর পর পুনরায় ডাক পেলেন তিনি।
২০২১-২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট খেলতে আগামী ৮ মে বাংলাদেশে এসে পৌঁছুবে শ্রীলঙ্কা দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫-১৯ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।। এরপর ২৩-২৭ মে মিরপুর শের-ই বাংলায় হবে দ্বিতীয় টেস্ট। গত পাঁচ দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। এবার তাতে যুক্ত হলেন মোসাদ্দেক।
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসরাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম (ফিটনেস পরীক্ষায় পাস করলে)।
Leave a Reply