রবিবার, ২২ মে ২০২২, ০৫:০৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
গাঁজা বিক্রির জন্য অবস্থান করার খবরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মিলন হোসেন নামে এক যুবককে ৭শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। সে যশোরসদর উপজেলার তেঘরিয়া নতুনহাট বস্তিপাড়ার ইয়ার আলীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ২৮ এপ্রিল বিকেলে গোপন সূত্রে খবর পান একজন ব্যক্তি সদর উপজেলার তেঘরিয়া নতুনহাট বস্তিপাড়া এলাকায় গাঁজা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি’র এএস আই শফিউর রহমানসহ একদল পুলিশ বিকেলে সেখানে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে গাঁজা নিয়ে অবস্থানরত মিলন হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশ মিলন হোসেনের সেই চেষ্টা ব্যর্থ করে তাকে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগের মধ্যে ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় রাতে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply