শুক্রবার, ২০ মে ২০২২, ০৮:৫৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন কাঠেরপুল যুব সংঘের আয়োজনে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে শহরের ঘোপ বুড়ি বাগান এলাকায় ঘুরে অসহায়দের বাড়ি বাড়ি যেয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে ছিলো, মুরগি, পোলও চাল, আলু, পেয়াজ, বি¯কুট, সেমাই, চাল, দুধ, সাবান, নুডুলস, চিনি। এ সময় উপস্থিত ছিলেন কাঠেরপুল যুবসংঘের পরিচালক নিজাম উদ্দিন ভুইয়া, সদস্য রিকি খান, রেহান ইসলাম, ইসমাইল হোসেন, হৃদয় শেখ, আল আমিন হোসেন, সেতু, রিংকু, ফজলে রাব্বি, ক্ষুদে সদস্য সাফিন মুবিন প্রমুখ।
Leave a Reply