শুক্রবার, ২০ মে ২০২২, ০৮:৫০ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গা প্রায় দুই শতাধিক হত দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপলক্ষে বস্ত্র ঈদ সামগ্রী ও শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টার সময় ভাঙ্গা থানা রোডের হালিমা মঞ্জিলে ২ শতাধিক হত দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া গরিব অসহায় শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামাল আতাউর রহমানের এর পুত্র ওবায়দুর রহমান পক্ষে এই বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে, মহিলাদের জন্য শাড়ী কাপড় পুরষদের মধ্যে পাঞ্জাবি, শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও ঈদ সামগ্রী (পোলাও চাল, চিনি, সেমাই ও দুধ) বিতরণ করা হয়েছে।
হত দরিদ্র কলেজ শিক্ষার্থী শিশীর বলেন, ঈদে বন্ধুরা নতুন নতুন জামা কাপড় কিনতেছে আমাদের সামর্থ্য নেই যে একটা পাঞ্জাবী কিনবো আজ পাঞ্জাবী, নগদ টাকা ও ঈদের দিন রান্না করে খাওয়ার বিভিন্ন পদের খাবারের সামগ্রী দিয়েছ। বলে বোঝাতে পারবো না কি আনন্দ লাগতেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাহামুদর রহমান।অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী আলী আকর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবিক বাংলাদেশ সোসাইটির ভাঙ্গা উপজেলার সভাপতি মোঃ তসীম ইসলাম (তমাল), মানবিক বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি ও নিউ মার্কেট থানা ছাত্রলীগের কর্মী এহসান কবির প্রান্ত, মোঃ রনি ব্যাপারী প্রমুখ।
Leave a Reply