বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৮:৩০ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের জেলা পরিষদের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান পিকুল। তার সাথে সদ্য বিলুপ্ত হওয়া ৬১ জেলা পরিষদে নিয়োগ পেয়েছেন বিদায়ী চেয়ারম্যানরা। সম্প্রতি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে শহরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।যশোরে আলোচনায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন,সহ-সভাপতি আব্দুল মজিদ, ও আব্দুল খালেক সহ কয়েকজনের নাম ওঠে আসে। বিষয়টি নিয়ে শুরু হয় লবিং । সূত্র জানায়, প্রশাসক হিসেবে যে তালিকা তৈরি করা হয়েছিল তাতে রাজনীতিবিদদের প্রাধান্য ছিল। সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে প্রশাসক নিয়োগের বিষয়টি আলোচনা হচ্ছিল। মনোনয়ন পাবেন না অথচ দলের জন্য ত্যাগ এবং জনপ্রিয়তা আছে এমন ব্যক্তিদেরকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হতে পারে বলে গুঞ্জন ছিল প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে। কিন্তু সব গুঞ্জনকে পেছনে ফেলে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চেয়ারম্যানরাই।
গত ১৭ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে। এরপরই জেলা পরিষদের চেয়ারম্যানরা দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করেন।
Leave a Reply