মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০১:৩৩ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
চাঁনপাড়া পুলিশ ক্যাম্প ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় যশোর পন্যাগারের সদস্যর আলাদা অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিল ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া ইসহাক সড়কের মৃত দায়েম আলী মোল্যার ছেলে অহেদ আলী মোল্যা ও সদর উপজেলার হামিদপুর দক্ষিণপাড়ার আব্দুল করিমের ছেলে সুজন হোসেন বুরহান। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি মাদক আইনে মামলা হয়েছে।
চাঁনপাড়া পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার ২৬ এপ্রিল রাত সাড়ে ১০ টার পর গোপন সূত্রে খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা হামিদপুর গ্রামস্থ দক্ষিণপাড়া এসএম কামরুল ইসলাম এর মুদিখানা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে সুজন হোসেন বুরহানকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পন্যাগারের সদস্যরা মঙ্গলবার ২৬ এপ্রিল দুপুর ১২ থেকে সাড়ে ১২ টার মধ্যে শংকরপুর জমাদ্দার পাড়া ইসহাক সড়কের অহেদ আলী মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।
Leave a Reply