বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:১৩ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
সদর উপজেলার চাঁচড়া চেকপোষ্ট আউয়ূব হোসেন পেট্টোল পাম্প মসজিদের সামনে থেকে প্রকাশ্যে মোটর সাইকেল চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি করেন শহরের চাঁচড়া রায়পাড়া নিউরামকৃষ্ণ রোড মৃত এ,কে,এম আব্দুর রউফের ছেলে মাহমুদুল ইসলাম। মামলায় আসামী করেছে অজ্ঞাতনামা চোর বা চোরেরা।
মাহমুদুল ইসলাম মামলায় বলেন,গত ২৩ এপ্রিল বেলা আনুমানিক দেড়টার সময় চাঁচড়া চেকপোষ্ট আউয়ূব হোসেন পেট্টোল পাম্প মসজিদের বাউন্ডারির মধ্যে মসজিদের সামনে তার কালো ও হলুদ রংয়ের ১৫০ সিসি টিভিএস কোম্পানীর এ্যাপাচী আরটি আর মোটর সাইকেল যার নং (ঢাকা মেট্টো –ল- ১১-৪৮৪৫) রেখে ঘাড়লক তালা লাগিয়ে জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে যায়। ২০ মিনিট যাবত নামাজ আদায় করে মোটর সাইকেল রাখার স্থানে দেখেন মোটর সাইকেলটি নেই। অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরেরা মোটর সাইকেলটি চুরি করে সটকে পড়ে। বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দেয়। থানা পুলিশ প্রাথমিক তদন্ত করে চুরির বিষয়টি সত্যতা পেয়ে নিয়মিত মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফ আল মামুন চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার কিংবা চুরির সাথে জড়িত কাউকে সনাক্ত করতে ব্যর্থতরা পরিচয় দিচ্ছে।
Leave a Reply