বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:৩৯ অপরাহ্ন
ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিদগ্ধ গৃহবধূ কাকলী সাহা (৩৭) মারা গেছেন। ১২ দিন ধরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার পর বুধবার (২৭ এপ্রিল) সকালে তিনি মারা যান।
কাকলী সাহা বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নিউমার্কেটে অবস্থিত লাবনী স্টোরের মালিক অলোক রায়ের স্ত্রী।
এ ব্যাপারে গৃহবধূর স্বামী অলোক রায় বলেন, ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার সকালে কাকলী সাহা মারা যায়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জাগো নিউজকে বলেন, ওই গৃহবধূকে যখন আমাদের হাসপাতালে আনা হয় তখন তার শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পাই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
Leave a Reply