মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১১:১১ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর সদরের আড়পাড়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় ভাইপো মাসুমের ১ দিনের রিমান্ড মঞ্জর করেছে আদালত। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। মাসুম একই গ্রামের আজিজুর রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আব্দুর রহমানের সাথে পৈত্রিক জমি নিয়ে তার ভাইদের সাথে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। গত ১০ এপ্রিল বিকেলে ভাইদের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় আব্দুর রহমান নিহত হয়। এব্যাপারে নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা করে। এ মামলার এজাহারনামীয় আসামি আজিজুর রহমান ও তার ছেলে মাসুমের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। গতকাল মঙ্গলবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মাসুমের একদিনের রিমান্ড মঞ্জুর ও তার পিতা আজিজুরের রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।
Leave a Reply