মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১০:৫১ অপরাহ্ন
ওমর ফারুক,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাকা ঘর পেয়েছে ১৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের বরাদ্দে নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন।
আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলায় ১ম পর্যায়ে ১৭৫ টি, ২য় পর্যায়ে ১০টি ঘর হস্তান্তর করা হয়েছিল। তৃতীয় পর্যায়ের উপজেলা মনিয়ারী ইউনিয়নে ১৬ টি ঘরের চাবি হস্তান্তরসহ সবাইকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী,প্রচার সম্পাদক ও আত্রাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ভি.ডি.পি অফিসার আমিনুল ইসলাম, ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী সহ গৃহহীন ও অসহায় ১৬ পরিবারের সদস্যগণ।
Leave a Reply