রবিবার, ২২ মে ২০২২, ০৫:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জমি জমা সংক্রান্ত গোলযোগের জের ধরে ছোটভাই হাফিজুর রহমানের ছুরিকাঘাতে বড়ভাই ফজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এই ঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত গোলযোগের জের ধরে ছোটভাই হাফিজুর রহমান নিজ বাড়িতে ফেলে তাকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমানকে দুপুর দেড়টার সময় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সার্জারি ওয়ার্ডের রেজিস্টার ডাঃ তাহমিদুর রহমান তাকে মৃত ঘোষণা করে বলেন, ফজলুর রহমানকে মৃত অবস্থায় ওয়ার্ডে আনা হয়েছে। স্বজনরা জানিয়েছেন, জমি জমা ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটির জের ধরে ছোট ভাই হাফিজুর রহমান তাকে ছুরিকাঘাত করেছে।
Leave a Reply