বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:৪৪ অপরাহ্ন
নির্বিকার
এম এ কাসেম অমিয়
ভাবছি না তাই হয়তো কোন কিছু লেখা হচ্ছে না!
যদি ভাবতাম তবে হয়তো লিখতে পারতাম!
এতো বাতাস তবু বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি না।
এতো আলো তবু যেন কোন গহীন অন্ধকারে ডুবে যাচ্ছি!
চারিদিকে যেন কি নেই! কি পাইনি! চলছে হাহাকার!
সবাই যে যার মতো চলছে কোন খেদ নেই, নির্বিকার!
চোখ আছে চাক্ষুষ তবুও যেন দেখছে না! যেন অন্ধ!
মুখ আছে বেবাক তবু বলছে না! সব বলা বন্ধ!
কান আছে সবার তবুও শুনছে না! যেন সব বধির!
তাইতো চিত্ত আজ বড় চঞ্চল! হয়ে আছি অধীর!
Leave a Reply