মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১১:৫২ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনে স্পেশাল লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। তবে এ ব্যবস্থার সুফল পেতে সরকারি নির্দেশনা অনুসরণ করে যাত্রীদের লঞ্চে যাতায়াত করা আহবান জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রবিবার বেলা তিনটায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে যাতায়াত করা যাবেনা। এবার কালবৈশাখী প্রকোপ বিবেচনায় নিয়ে লঞ্চে ঈদ যাত্রায় সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। দূর্ঘটনা রোধে প্রতিটি জাহাজে বয়াসহ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছে অধিক মাসুল ও অতিরিক্ত অর্থ আদায় করলে এবং আইন শৃংখলা পরিস্থিতির অবনতি চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃংখলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান।
এছাড়াও এ বছর দূর্ঘটনা পরবর্তী ব্যবস্থা জোরদার করতে লঞ্চের ডেক ও কেবিনের টিকেট সংগ্রহে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে। এর আগে তিনি বিভিন্ন লঞ্চে পরিদর্শন করে ডেকে বসা যাত্রীদের জাতীয় পরিচয়পত্র আছে কি না তা যাচাই করেন। এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার পরিচালক মামুনুর রশিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply