সোমবার, ২৩ মে ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরের খাজুরা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জমিানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও গুড়ো দুধ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে মামলা দিয়ে এ জরিমানা আদায় করাহয়। শনিবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানিক দল সকলে খাজুরা বাজারে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে মামলা দিয়ে সোহেল মেডিকেল ও মেসার্স লার্জ ফার্মাকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ গুড়ো দুধ ও মসলা বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে মামলা দিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply