বুধবার, ১৮ মে ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ন
চলছি
কৃপা সরকার
আমি আমার একান্ত অনুভূতির সাথী,
অনুভূতি আমার জীবন কান্ডারী,
এ কান্ডারী কোথাও নিয়ে যায়,
জীবন স্বাদের উপলব্ধি শিখায়।
এ অনুভূতি কত যে রঙিন
আবার রঙ ছাড়া অর্থহীন,
ভাবিয়ে কাঁদায়, কাঁদিয়ে ভাবায়,
সুক্ষ্ম থেকে সুক্ষ্ম পর্যবেক্ষণ
তলিয়ে তলে না, অস্থির অনুভাবন।
না গল্পো না,না কবিতা না,
আমি তো কবিদের মতো লিখতে পারি না।
শুধু মন ময়দানে আন্দোলন তুলতে পারি,
তার বহিঃপ্রকাশে ছোবল খাই,
আবার অব্যক্ত অলিখিত যন্ত্রনায় ছোবল দেই।
অস্থির মন প্রাঙ্গনে ডুব সাঁতার কাটি,
ধীর শান্ত মেজাজে দীপ্ত কিরণে জেগে উঠি।
নিমজ্জিত জোছনায় আলো আঁধার কথা কয়,
এদের অনুগামী হয়ে চলছি, সময় যেখানে নিয়ে যায়।
Leave a Reply