রবিবার, ২২ মে ২০২২, ০৫:২০ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গত সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর মঙ্গলবার দফায় দফায় এ সংঘর্ষ চলে। এ সময় প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। তাদের ঢাকা মেডিকেলে কলেজে চিকিৎসা দেওয়া হয়।
এদের মধ্যে অনেকেই জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আবার কেউ কেউ হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও দুইজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, আহত ব্যক্তিদের অবস্থা মোটামুটি ভালো। তাদের মধ্যে একজনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। তার নাম কানন চৌধুরী।
নিউমার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ডি-লিংক নামের কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ ও নিউ সুপারমার্কেটে রেডিমেড কাপড়ের দোকানের বিক্রয়কর্মী মুরসালিন। তাঁদের দুজনই কামরাঙ্গীরচরের বাসিন্দা। এছাড়ানিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, হকারসহ অনেকে আহত হয়েছেন। ঢাকা কলেজ কর্তৃপক্ষ বলেছে, ব্যবসায়ীদের ছোঁড়া ইট-পাটকেল এবং পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটে তাদের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
Leave a Reply