শুক্রবার, ২০ মে ২০২২, ০৯:০২ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
চলছে তাপপ্রবাহ যা জনজীবন অস্তির করে তুলছে। এমন সময়ে রাজধানীজুড়ে হঠাৎ স্বস্তির ঝড়-বৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে দমকা হওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ বৃষ্টিতে রাজধানীবাসী কিছুটা বিপর্যয়ে পড়লে তাপমাত্রা কমে আসায় কিছুটা স্বস্তিও ফিরেছে। আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও বিকেলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়।
এদিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিকলিতে সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী তিন দিন বা ৭২ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Leave a Reply