রবিবার, ২২ মে ২০২২, ০৫:৪১ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক,লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় ছয় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বাজারের উত্তর পাশে একটি মিনিট্রাকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মিনিট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, চাঁদপুরের মতলব উত্তরের বোয়াল বাজার এলাকার মো. বিল্লা মিয়ার ছেলে মো. জাকির হোসেন এবং ময়মনসিংহের ফুলপুর রহিমগঞ্জ এলাকার আব্দুল ছাত্তারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)।
লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উল্লিখিত এলাকায় বৃহস্পতিবার রাতে এসআই সাজিব হোসেনের সঙ্গীয় ফোর্স একটি মিনিট্রাকে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে। তাদের সংশ্লিষ্ট আইনের মামলায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply