মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১১:১৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ বিনোদন ডেস্ক:
ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা পান বিক্রি করছেন। বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খেলেও সেই ঘটানাটি সামাল দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। এবারের ঈদ উপলক্ষ্যে একটি নাটকে প্রভাকে দেখা যাবে পান বিক্রেতার চরিত্রে।
‘লাইলী-মজনুর পানের দোকান’ নামের একটি নাটকে লাইলীর ভূমিকায় অভিনয় করেছেন প্রভা। তার বিপরীতে মজনু রূপে আছেন মোশাররফ করিম। সেজান নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
বুধবার (২০ এপ্রিল) নির্মাতা নাটকের টিজার প্রকাশ করেছেন। সেখানে দেখা গেল, প্রভা ও মোশাররফ দু’জনেই পানের দোকানদার। পান বিক্রি নিয়ে তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। এর মাঝেই নানা হাস্যরসাত্মক ঘটনার অবতারণা হয়।
‘লাইলি মজনুর পানের দোকান’ প্রযোজনা করেছেন মো. হাবিবুর রহমান। ঈদ উপলক্ষে হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।
Leave a Reply