মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১১:৪৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সংগঠনের আয়োজনে শতাধিক এতিম শিশু একত্রে ইফতার করেছে। ‘সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা’ নামের ওই সামাজিক সংগঠনটির সংগঠনের সদস্যরাও এসময় এতিম শিশুদের সাথে ইফতার করেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের জামিয়া আরাবিয়া মদীনাতুল উলূম মাদরাসা সংলগ্ন এতিমখানায় এ ইফতারের আয়োজন করা হয়। এর আগে গত শুক্রবার (১৫ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের মাদানী জামে মসজিদ ও মাদরাসা সংলগ্ন আরেকটি এতিমখানার ৪০ জন এতিম শিশুর সাথে ইফতার করেন তারা।
এ বিষয়ে সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্য মোঃ সুমন হোসেন জানান, রমজান উপলক্ষে সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এতিমদের নিয়ে ইফতারের এই আয়োজন করা হয়েছে।
Leave a Reply