বুধবার, ১৮ মে ২০২২, ১২:১১ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর শহরের বেজপাড়া আকবারের মোড় চোপদার পাড়া পরশমনি হাউজিং প্লট এলাকায় ইজিবাইক ভাড়া নিয়ে ছুরি দেখিয়ে ইজিবাকের চালককে জিম্মি করে নগদ টাকা ও ইজিবাইক ছিনতাই মামলার আসামী আলিমুল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। সে বেজপাড়া চোপদার পাড়া রোড, আনছার ক্যাম্প পানির ট্যাংকীর পাশে মৃত মুরাদ হোসেন মুন্নার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই ফজলুর রহমানসহ একদল পুলিশ বুধবার দিবাগত রাত ৩ টায় আলিমুল হোসেনকে নিজ বাড়ি হতে গ্রেফতার করে। পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল রাত ৮ টায় পালবাড়ী মোড় থেকে একটি ইজিবাইক যাত্রী বেশে ৩জনসহ ৪জন ভাড়া নিয়ে শংকরপুরের উদ্দেশ্যে নিয়ে আসে। ওই দিন দিবাগত রাত ৯ টায় ইজিবাইক বেজপাড়া আকবারের মোড় চোপদার পাড়া পরশমনি হাউজিং প্লট নামকস্থানে পৌছালে যাত্রী বেশে দস্যুরা ধারালো চাকু ইজিবাইক চালকের গলায় খুন করার হুমকী দিয়ে ইজিবাইক ও নগদ ৭হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীতে ইজিবাইক চালক থানায় মামলা করার পর পুলিশ ইজিবাইক উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তদন্তে ঘটনার সাথে জড়িতদের নাম পুলিশ জানতে পারেন। উক্ত মামলার সাথে জড়িত আলিমুর হোসেনের সন্ধান পেয়ে তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।
Leave a Reply