বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:১৮ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
গত ১৪ এপ্রিল রাত ৯টার দিকে যশোর শহরে চোপদারপাড়া আকবরের মোড় থেকে ইজিবাইক ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়েরকরা মামলার সন্দিগ্ধ আসামি রুবেলকে (৩০) আটক করেছে পুলিশ। রুবেল শহরতলীর ছোট শেখহাটি গ্রামের আব্দুল গফফার মোল্লার ছেলে।
কোতয়ালি থানার এসআই ফজলুর রহমান জানিয়েছেন, রুবেল ছাড়াও এই মামলার আসামি বেজপাড়া আনসার ক্যাম্প পানির ট্যাংক এলাকার ইমান আলীর ছেলে ইমন (২৩), মৃত মুন্নার ছেলে আলীম (২৩) এবং একই এলাকার হানিফ (২৫)। তারা ইজিবাইক চালক সদর উপজেলার বাউলিয়া গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে জসিম উদ্দিনের কাছ থেকে ইজিবাইক, একটি মোবাইল ফোনসেট এবং নগদ ৭ হাজার টাকা চাকু ঠেকিয়ে নিয়ে যায়। এই মামলার মূল আসামি বা ছিনতাইকরা ইজিবাইক উদ্ধার করা যায়নি। তবে আসামিদের সাথে সখ্যতা রয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে রুবেলকে আটক হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply