শুক্রবার, ২০ মে ২০২২, ০৭:৫০ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
সরকারবিরোধী বিক্ষোভে শ্রীলঙ্কায় একজন নিহত হওয়ার পর রামবুখ্খানা অঞ্চলে কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করেছে পুলিশ। মঙ্গলবার সর্বশেষ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন। এ সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে এক ব্যক্তি নিহত ও ১৩ জন আহত হন। এ ঘটনায় গভীর বেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। তিনি নাগরিকদের প্রতি শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে ভারতের অনলাইন টেলিগ্রাফ। গোটাবাইয়া রাজাপাকসে এক টুইটে বলেছেন, রামবুখ্খানার ঘটনায় পক্ষপাতিত্বহীন ও স্বচ্ছ তদন্ত করবে পুলিশ।
এ ঘটনায় আমি গভীরভাবে বেদনাহত। যখন তারা বিক্ষোভ করেন তখন নাগরিকদের সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। একই রকম বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্টের ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। মঙ্গলবারের সংঘর্ষে আহত ১৩ জনের মধ্যে কমপক্ষে তিনজন বিক্ষোভকারীকে ভর্তি করা হয়েছে কিগালি হাসপাতালে। কর্মকর্তাদের মতে, ওই তিনজনের অবস্থা সঙ্কটজনক।
পুলিশ প্রধান চন্দনা বীক্রমারত্নে সাংবাদিকদের বলেছেন, ওই এলাকায় কারফিউ অব্যাহত থাকবে। ঘটনার দিন ১৫ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তিনি বলেছেন, মঙ্গলবার বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে। তারা রেলওয়ে ট্র্যাক অবরুদ্ধ করে। দীর্ঘ সময় তারা জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে আগের দামে তেল দাবি করতে থাকে। পুলিশ দুটি জ্বালানি বাউসারের ব্যবস্থা করলে বিক্ষোভকারীরা একটি গাড়ির ব্যাটারি খুলে নেয়। বন্ধ করে দেয় রেলওয়ে ট্র্যাক। পুলিশ প্রধান বলেন, কাঁদানে গ্যাস নিক্ষেপে পুলিশ সর্বনিম্ন শক্তি ব্যবহার করেছে।
Leave a Reply