বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৮:১৬ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। এছাড়া উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামালকে প্রধান করে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি।
সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করে বলেন, অধ্যাপক রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- সিন্ডিকেট সদস্য এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সিন্ডিকেট এস এম বাহালুল মজনুন, সিন্ডিকেট সদস্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞা এবং আইন বিভাগের অধ্যাপক ড. শিমা জামান।
খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি খুনি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর এ ঘটনায় ক্ষমা চান তিনি।
Leave a Reply