বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৭:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর চৌগাছায় ইন্তাজ আলী (৪০) নামের একব্যক্তিকে
প্রতিপক্ষ কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন।
আহত ইন্তÍাজ জানান, ‘শুক্রবার উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের আইনালের ছেলে জসিম উদ্দীন আমার বাড়িতে যেয়ে আমার বোন ছকিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে শহরের কপোতাক্ষ ব্রীজে ধারাল দা দিয়ে আমাকে কুপিয়ে জখম করে।’
জরুরী বিভাগের ডা. সুরাইয়া পারভীন বলেন, ধারাল অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে।তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোরে জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
চৌগাছা থানার এসআই সাইদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply