মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১১:৩৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কোন রোগীর মৃত্যু হয়নি। নতুন ৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট ৫ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় ৫০ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কোনো কভিড-১৯ রোগীর মৃত্যু হয়নি।
সরকারি হিসেবে ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশে ২৯ হাজার ১২৬ জন কভিড-১৯ রোগে মৃত্যুবরণ করেছেন। ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ৫২৮ জন।
Leave a Reply