মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১১:০৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
চলতি বছরের শেষে ভিয়েতনামে পাইলট প্রকল্প হিসেবে টেলিমেডিসিন প্লাটফর্ম চালু করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান কেটি। এর মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে সফট ল্যান্ডিংয়ের বিষয়টি নিশ্চিত করা হবে।
ভিয়েতনামের যেসব অধিবাসী ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগে ভুগছে, এ প্রকল্পের মাধ্যমে তাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ ও ব্যায়াম নির্ধারণের পাশাপাশি ভিয়েতনামের স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ পেতে সাহায্য করা হবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ভিয়েতনামের অধিবাসীদের ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসাসেবা ও ওষুধের চাহিদা দিন দিন বাড়ছে।
হানোই মেডিকেল ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে টেলিহেলথ পরিষেবা কার্যক্রম পরিচালনা করবে কেটি। কেটি জানায়, নতুন ব্যবসার নীতিমালার বিষয়ে ভিয়েতনাম সরকার, ওষুধ প্রস্তুতকারী, ডায়েট পণ্য সরবরাহ ও উৎপাদনকারী এবং মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। কোরিয়ার অন্যতম টেলিমেডিসিন কোম্পানি হুরায়পজিটিভও এ চুক্তির সঙ্গে যুক্ত।
দক্ষিণ কোরিয়ায় ডাক্তারদের বিরোধিতার মুখে কেটির ডিজিটাল হেলথকেয়ার সার্ভিস প্রত্যাখ্যান করা হয়েছিল।
খবর দ্য কোরিয়া হেরাল্ড।
Leave a Reply