বুধবার, ১৮ মে ২০২২, ১২:২১ পূর্বাহ্ন
বাসনা
দেবীকা সেনগুপ্ত
আমি যদি হোতেম পরী ,
ফুলের নেশায় ভাসাতাম ,তরী।
অজানায়, নিরুদ্দেশের , ঠিকানায়।
মৌমাছিরা সঙ্গী হতো,
প্রজাপতিরাও , বাসতো ভালো।
জোনাকিকে বন্ধু করে,
রাখতাম তার আলো ধরে।
সারাদিন উড়ে-উড়ে,
দেশ থেকে দেশান্তরে,
স্বপ্নগুলো চুরি করে
বুলিয়ে দিতাম সবার চোখে ।
ঘুমিয়ে তারা পড়তো সুখে ,
থাকতো সবাই বন্ধু হয়ে,
হিংসা-বিবাদ ভুলে গিয়ে।
ভালোবেসে , থাকতো সুখ।
ভাঙতো না আর কারো বুক।
প্রতিটি ঘরে, আলো করে,
চলে যেতাম চুপি সারে ।
আবার আমার সেই ঠিকানায়,
আপনজনেরা , আছে যেথায়।
ছোট্টবেলার সেই দিনগুলো,
এখনও যে , ফেলে আলো ।
সত্যি যদি হোতাম পরী ,
ফুলের সাথে কাটতো , সময়,
জীবন হতো , বড়ো মধুময় ।
Leave a Reply