রবিবার, ২২ মে ২০২২, ০৪:৪৫ অপরাহ্ন
আদরের বুলবুলি
রিতুনুর
ওরে খুকু সোনামণি দেখতে
রূপে ভারি,
টাকা থাকলে দিতাম কিনে
টয়োটা গাড়ি।
যদি দুইটা ডানা থাকতো
উড়ে যেতাম কাছে,
জানি না দুই নয়নে তোর
কতো জাদু মাখা আছে।
তপ্ত রোদে পিচ ঢালা পথে,
হেঁটে হেঁটে গোলাপ বিক্রি করিস,
বড় লোকদের গাড়ির বহরগুলো
দৌড়ে দৌড়ে ধরিস!!
আয় না আয় বুলবুলি….
ভালোবেসে আদরে আদরে বুকে ধরি,
তোদের দুঃখে দুঃখী হয়ে
মনে হয় সাগরে ডুবে মরি।
তোদের জন্য ওরে বুলবুলি হৃদয় কেন কাঁদে,
এলোমেলো চুলগুলো তোর কে বলতো?
সোহাগ দিয়ে বাঁধে!!
গ্রাম বাংলা কবি আমি
কতো কি লিখে যাই রোজ……
রাস্তায় বেরোলেই
তোদের রাখি নিয়মিত খোঁজ।
এই শহরে আছে বড় বড় অট্টালিকা
হাজার হাজার মানুষ
তোদের এতো কষ্ট দেখে ও
বড় লোকদের হয়না যে কেন কোনোই হুঁশ।।
Leave a Reply