শুক্রবার, ২০ মে ২০২২, ০৮:৩৪ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর চৌগাছায় একটি নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিরাজুল ইসলাম (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সিরাজুল উপজেলার স্বরুপদাহ গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে।
রোববার (১৭এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের মৃত রফি উদ্দীনের ছেলে শান্তি মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিদ্যুতের মেইন লাইনের পাশে শান্তি নামের এক ব্যক্তি একটি ভবন নির্মাণ করছিলেন। রোববার সকালে ভবনের বাইরের দেওয়ালে কাজ করছিলেন সিরাজুল।এসময় একটি কাচা বাশঁ পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎপৃষ্ট হয় সিরাজুল। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃতঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply