সোমবার, ২৩ মে ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর সদরের নরেন্দ্রপুর আন্দুলিয়া খালপাড়ে রবিউল ইসলাম ভুট্টো (৪৫) নামে এক ব্যক্তিকে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনা প্রায় দুই সপ্তাহ পর ভুট্টোর ভাই রফিকুল ইসলাম (৩৫) মামলাটি করেন। রফিকুল নরেন্দ্রপুর গ্রামের মৃত আবু তালেব মোল্লার ছেলে।
আসামিরা হলো, নরেন্দ্রপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু হুরাইরা (২২), জালাল দফাদারের ছেলে সাগর (২৩), কাশেম মোল্লার ছেলে রাকিব হোসেন (২১), মুুজিবর গাজীর ছেলে রিপন হোসেন (২৫), মতিয়ার মোল্লার ছেলে মানিক (২৩) ইনতাজ আলী মোল্লার ছেলে আল আমিন (৩০) এবং আলতাফ মোল্লার ছেলে রিয়াজুল (২৪)। এছাড়া অজ্ঞাত আরো ৫/৭জন রয়েছে।
এজাহারে রফিকুল ইসলাম উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। সে কারণে আসামিরা তার পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি দিতো। গত ৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে তার ভাই রবিউল ইসলাম ভুট্টো আন্দুলিয়ার খালপাড়ে চায়ের দোকানে যান চা পানের জন্য। সে সময় পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা লোহার রড, বাঁশের লাঠিক, ধারলো দা, চাকু নিয়ে তার ভাইয়ের ওপর আক্রমন করে। মারপিটে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসালে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপর তিনি ঘটনা শুনে সেখানে যান এবং ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ্য হওয়ার পর তিনি থানায় মামলা করেন।
Leave a Reply