শুক্রবার, ২০ মে ২০২২, ০৮:১৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর শহরের কাাপুড়িয়া পট্টি রোডে তৌফিক বিশ্বাস রনি (৪০) নামে এক ব্যবসায়ীকে মারপিট দোকানে হামলা ভাংচুর ও টাকা লুটের ঘটনায় অপর ৫ ব্যবসায়ীর নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন, রনির স্ত্রী পশ্চিম বারান্দিপাড়া কদমতলা এলাকার শোভা পারভীন (২৮)।আসামিরা হলো, পূর্ব বারান্দী মোল্লপাড়ার মৃত আলী হোসেনের দুই ছেলে হোসেন বাবু (৫২) ও মনির হোসেন (৫০), হোসেন বাবুর ছেলে দিপন হোসেন (২৫), মৃত ওলিয়ার ড্রাইভারের ছেলে মিঠু (৪৮) এবং ইউনুছ (২২)।
এজাহারে শোভা পারভীন উল্লেখ করেছেন, তার স্বামী রনির শহরের কাপুড়িয়া পট্টিতে নিউ তাঁত কুঠির নামে কাপড়ের দোকানটি দেয়া আসামি হোসেন বাবুর কাছ থেকে পজিশন ক্রয় করে। কিন্তু পরবর্তীতে আসামিরা তার স্বামীকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে। গত শনিবার তার স্বামী দোকান বন্ধের প্রস্তুতিকালে আসামিরা লোহার রড, ধারালো চাকু নিয়ে দোকানে ঢোকে এবং এলোপাতাড়ি মারপিট এবং চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়। এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে ৪ লাখ টাকা নিয়ে নেয়। চেয়ারসহ ফার্নিচার ভাংচুর করে দুই লাখ টাকার ক্ষতি করে। তার গলাই থাকা ৭৫ হাজার টাকার সোনার চেইন ছিনিয়ে নেয়। এ সময় চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এবং ব্যবসায়ীরা এগিয়ে আসলে আসামিরা তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি সংবাদ পেয়ে সেখানে গিয়ে তার স্বামীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
Leave a Reply