রবিবার, ২২ মে ২০২২, ০৪:৩৬ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামের উত্তরপাড়ার আমিরুল ইসলাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রুবেল হোসেন রোববার আদালতে আত্মসমর্পন করেছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম আসামির জমিন আবেদনের শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। রুবেল হোসেন কাগজপুকুর গ্রামের উত্তরপাড়ার খলিলুর রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে কাগজপুকুর গ্রামের জামতলা মোড়ে কুপিয়ে ও বোম হামলা করে আমিরুলকে হত্যা করে। এ ব্যাপারে নিহের ছেলে সাগর আহম্মেদ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। চার্জশিটে অভিযুক্ত রুবেল হোসেনকে পলাতক দেখানো হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর রুবেল পুলিশী গ্রেফতার এড়াতে রোববার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। বিচারক আসামির জামিন আবেদনের শুননি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
Leave a Reply