রবিবার, ২২ মে ২০২২, ০৫:১৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর সদরের চুড়ামকাটির পুত্রবধূ ও তার পিতার ষড়যন্ত্রে হেনস্থার শিকার হচ্ছেন সাতক্ষীরা পাটকেরঘাটার কাদিকাটি গ্রামের একটি পরিবার। এখন ছেলের চাকরিচ্যুত করারও ষড়যন্ত্র করছে তারা। রোববার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বৃদ্ধ সুকুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন নিখিল কুমার দাস, আসাদুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার ছেলে বিপুল কুমার দাস বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)তে চাকরি করে। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর যশোর সদরের চুড়ামনকাটি গ্রামের মহাদেব দাসের মেয়ে ভাবনা দাসকে বিয়ে করে বিপুল। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।
তিনি বলেন, তার পুত্রবধূ ভাবনা দাস পিতার বাড়িতেই বসবাস করেন। আর ভাবনা দাসের মা ও বাবা মহাদেব দাস তাকে শ^শুর বাড়িতে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিপুল দাসের পিতা পুত্রবধূ ভাবনাকে নিজ বাড়িতে নেয়ার জন্য গেলে তাকে বারবার তারা অপমান অপদস্ত করে তাড়িয়ে দেয়। এ নিয়ে বাড়াবাড়ি করলে বিপুলকে চাকরি করতে দিবেনা বলেও তার হুমকি দিচ্ছে।
বিপুল দাসের শ^শুর মহাদেব দাস এলাকা ভিত্তিক বিভিন্ন নামে পরিচিত। জন্ম নিবন্ধনে তার নাম রাজকুমার দাস থাকলেও জাতীয় পরিচয় পত্রে তার নাম মহাদেব দাস। নিজে নাম পরিচয় গোপন করে সেনাবাহিনীর সিভিলে চাকরি করলেও জামাই বিপুলের চাকরিচ্যুতি করার জন্য বিভিন্ন দফতরে অভিযোগ দিচ্ছে। মহাদেব দাসের এ ষড়যন্ত্র থেকে তার ছেলে ও পরিবারের সদস্যদের রক্ষায় প্রশাসেন সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
Leave a Reply