বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:০৯ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পুনঃসংস্করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন। এখন বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি দেয়ার পর দল গতিশীল হয়েছে। আমি মনে করি এই নতুন কমিটি আওয়ামী লীগকে আরো জোরদার ও শক্তিশালী করবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।
Leave a Reply