শুক্রবার, ২০ মে ২০২২, ০৮:১৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
সারাদেশে করোনায় টানা ছয়দিন মৃত্যুহীন। গত ছয়দিনে দেশে কারো মৃত্যু হয়নি। করোনাভাইরাসে দেশে নতুন করে আরো ৫১ জন রোগী আক্রান্ত শনাক্ত হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮৯৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৪ শতাংশ। নতুন করে সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন রোগী। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ছয়দিনে দেশে কারো মৃত্যু হয়নি এ ভাইরাসটিতে। দেশে এখন পর্যন্ত ২৯ হাজার ১২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন চলমান মহামারীতে। সবমিলিয়ে এ ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন।
Leave a Reply