বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:২৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
চট্টগ্রামে অজ্ঞাত সন্ত্রাসীর ছুরির আঘাতে ফাহিম নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত ইমন নামে এক কিশোরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম নগরীর হালিশহর থানার বৌবাজার পানিরকল এলাকার মো. জহিরের ছেলে। ইমন একই এলাকার দুলালের ছেলে। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ফাহিমের বাবা মো. জহির ইত্তেফাককে বলেন, শুক্রবার (১৫ এপ্রিল) রাতে পাহাড়তলি থানার ঈদগাঁ কাঁচা রাস্তার মাথায় চা দোকানের সামনে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা আমার ছেলে ফাহিম ও ইমনকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। আমি সেখান থেকে দু’জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন এবং ইমনকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ইমনের অবস্থাও আশংকাজনক।
Leave a Reply