বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:২৪ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
বগুড়ার কাহালুতে দেশীয় অস্ত্র (একনলা বন্দুক) তৈরি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে বাবা -ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সেখান থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের শিবা কলমা গ্রামের মৃত দেবেন্দ্রনাথের ছেলে নিলু চন্দ্র প্রামানিক (৪৫) ও তার ছেলে সঞ্জিত চন্দ্র প্রামানিক (২২)। এর আগে পুলিশ উপজেলার শেখ কলমা গ্রামের আকরাম হোসেন বাবলুর ছেলে শামিম হোসেনকে (৩০) গ্রেফতার করে। সেই সূত্র ধরে পুলিশ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়।
পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শিবা কলমা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে একরাম হোসেনের (৩০) দুই পায়ে গুলি করা হয়। এ ঘটনায় ওই রাতেই শামীমকে গ্রেফতার করা হয়। সেই ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ নিলু প্রামাণিকের বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। শুক্রবার দিবাগত রাতে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নিলু প্রামানিকের বাড়িতে অভিযান চালায়। বাড়ির টয়লেটের কাছে মাটির নিচে পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে উদ্ধার করা হয় একনলা বন্দুক তৈরির সরঞ্জাম। উদ্ধারকরা সরঞ্জামের মধ্যে রয়েছে একনলা বন্দুক তৈরির ব্যারেল পাঁচটি, লোহার তৈরি রিকয়েলিং স্প্রিং তিনটি, ফায়ারিং পিন ছয়টি, বন্দুকের ট্রিগার ছয়টি, বন্দুক তৈরির স্টিলের খাপ পাঁচটি, স্টিলের নল চারটি, বিভিন্ন সাইজের লোহার পাত ১৯ টি,ব্যারেলে অংশ একটি, তিনটি লোহার খাজ কাটা রডসহ অন্যান্য সরঞ্জাম।
Leave a Reply