সোমবার, ২৩ মে ২০২২, ০৫:৫৮ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজ ডুবে ১২ জন নিখোঁজ রয়েছেন। নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিকেল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে সজল তন্ময়-২ জাহাজটি ডুবেছে। বর্তমানে নিখোঁজজদে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান শনিবার(১৬ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিকেল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে সজল তন্ময়-২ জাহাজটি ডুবেছে। ঠিক কখন ডুবেছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। সকাল সাড়ে ৯টার দিকে খবর পাওয়া গেছে।
তিনি আরো বলেন, জাহাজে থাকা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্ট গার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।’
Leave a Reply