বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:০১ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
কিডনি অকেজো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রূপকের চিকিৎসার্থে দুই ধাপে অর্থ দিয়ে সহযোগিতা করেছে ওই বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক সংগঠন ‘সঞ্চালন’। শুক্রবার (১৫ এপ্রিল) সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আকাশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন এর পক্ষ থেকে দ্বিতীয় ধাপে মজিবুর রহমান রুপকের চিকিৎসা ফান্ডে ৪০হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ৫২ হাজার ৪৩৪ টাকা হস্তান্তর করা হয়েছিল। এখন পর্যন্ত সঞ্চালন থেকে দুই ধাপে ৯২ হাজার ৪৩৪ টাকা হস্তান্তর করা হয়েছে। লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান আশরাফুল ইসলাম আকাশ।
অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও সঞ্চালনের উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক জোবায়দা গুলশান আরা।এছাড়া সঞ্চলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাবেক সভাপতি সরদার ইমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি দীপ্ত রয়, বর্তমান কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম আকাশ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। রূপকের চিকিৎসার জন্য সহযোহিতার সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে সঞ্চলনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রসঙ্গত, মুজিবুর রহমান রূপক শাবির লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র ছিলেন। শরীরের দুটি কিডনি অকেজো হয়ে কষ্টের সাথে দিন কাটাচ্ছেন। রয়েছ জীবনের সংশয়। তার কিডনি পুনরায় স্থাপনের জন্য যেতে হবে ভারতে। প্রয়োজন ৫০ লক্ষ টাকা। কিন্তু রূপকের পরিবারের একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এজন্য তার বিভাগের শিক্ষক, সিনিয়র, সহপাঠীরা ও জুনিয়ররা বিভিন্ন ভাবে চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিচ্ছে। এছাড়া তার চিকিৎসার জন্য সমাজের উচ্চবিত্তের লোকদের কাছেও সহযোগিতা চেয়েছেন তারা।
Leave a Reply